• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় মারা গেলেন জায়েদ খানের মা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১২:৫৬ পিএম
করোনায় মারা গেলেন জায়েদ খানের মা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন। 

সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই।

জায়েদ খান বলেন, “ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।”

করোনা ছাড়াও তার মা কিডনি জটিলতায় ভুগছিলেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে বাবাকেও হারিয়েছেন এই চিত্রনায়ক।

সবার কাছে দোয়া চেয়ে জায়েদ খান বলেন, “বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা মারা গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি ও আমার পরিবার কীভাবে সহ্য করব, জানি না। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।”

শাহিদা হক ‘রত্নগর্ভা’ সম্মাননা পান ২০১২ সালে। তার চার ছেলেমেয়ে। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পড়াশোনা করেছেন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা। বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা। মেজ ছেলে ওবায়দুল হক ব্যারিস্টার এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদার। একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক। ছোট ছেলে জায়েদ খান চিত্রনায়ক। চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জায়েদ খান।

Link copied!